আশুলিয়ায় নিজের বাড়িতে জনপ্রিয় নাট্য অভিনেতা আজিজুর রহমান আজাদ গুলিবিদ্ধ হয়েছেন।
মোঃ শামীম আহমেদ:
আশুলিয়ায় নিজের বাড়িতে জনপ্রিয় নাট্য অভিনেতা আজিজুর রহমান আজাদ গুলিবিদ্ধ হয়েছেন। আহত আজাদকে উদ্ধার করে উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ ভোরে আশুলিয়ার জিরাবো এলাকায় অভিনেতার নিজ বাড়িতে হামলার ঘটনা ঘটে। এসময় আজাদের স্ত্রী রোকসানা হক ও মা আজিজুন নাহারকেও মারধর করেছে দুর্বৃত্তরা।
গুলিবিদ্ধ আজিজুর রহমান আজাদ আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো বেপারীপাড়া এলাকার আমির আলীর ছেলে। তিনি পেশায় ছোট পর্দায় জনপ্রিয় নাট্যাভিনেতা।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিনেতা আজিজুর রহমান আজাদ তার স্ত্রী ও মা'সহ পরিবার নিয়ে আশুলিয়ার জিরাবো বেপারীপাড়া এলাকায় নিজ বাড়িতে বসবাস করেন। রোববার ভোর রাতে তাদের তিনতলা বাড়ির দ্বিতীয়তলার রান্না ঘরের গ্রীল কেটে তিন অস্ত্রধারী দুর্বৃত্ত প্রবেশ করে।
এসময় অভিনেতা আজাদ ও তার স্ত্রী বিষয়টি টের পেয়ে চিৎকার করে ঘর থেকে বের হন। মুহূর্তেই দুর্বৃত্তরা আজাদকে লক্ষ করে গুলি ছুড়লে আজাদের দুই পায়ে তিনটি গুলি লাগে। একই সময় তার স্ত্রী রোকসানা হককেও রান্নার কড়াই দিয়ে আঘাত করে এবং মা আজিজুন নাহারকে মারধর করে দ্রুত পালিয়ে যায় সন্ত্রাসীরা।
পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে রাজধানীর উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক বলেন, বাড়ির লোকজনের উপর হামলা করলেও জিনিসপত্র খোয়া যায়নি। ডাকাতি বা কোন উদ্দেশ্যে গুলি করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ