মোঃ শামীম আহমেদ:
সাভারের আশুলিয়ায় নলাম এলাকায় মাটি কেটে অবৈধ ভাবে বিক্রি করার অভিযোগে মন্টু নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সহকারী কমিশনার ভূমি আশুলিয়া সার্কেল সাদিয়া আক্তার এ ভ্রাম্যমান আদালত পরিচালিনা করেন। বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানান , সাম্প্রতিক এই এলাকা গুলোতে বালু ও মাটি অবৈধ ভাবে উত্তোলনের ঘটনা বেড়ে গেছে, যা পরিবেশের ক্ষতি ও জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে। এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে।
ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে নিয়মিত তদারকি চলবে বলে জানান তিনি।
বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বালু ও মাটি উত্তোলন, পরিবহন বা ব্যবস্থাপনার ক্ষেত্রে আইন লঙ্ঘন করলে জরিমানা বা অন্যান্য শাস্তি পাবে বলে কঠোর হুশিয়ারী প্রদান করেন।
এই আইনের মূল উদ্দেশ্য হলো প্রাকৃতিক সম্পদের সুরক্ষা নিশ্চিত করা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখা।
এসময় উক্ত অভিযানে উপস্থিত ছিলেন বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ