নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাভার উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সাভারের একটি হলরুমে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে পবিত্র কোরআন বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাভার উপজেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মারুফ বিল্লাহ'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার উপজেলা শাখার আমির আব্দুল কাদের।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান রাসেল।
আলোচনা সভায় দুই শতাধিক মেধাবী শিক্ষার্থী অংশ নিয়ে অনেকেই শিবিরের দায়িত্বশীলদের প্রতি বিভিন্ন প্রশ্ন রাখেন, প্রশ্নোত্তর পর্বে দায়িত্বশীলরা প্রত্যেকের সন্তোষজনক উত্তর দেন।
তাদের সম্মানে ইফতার আয়োজন ও মহাগ্রন্থ আল কোরআন বিতরণ করায় মেধাবী শিক্ষার্থীরা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতি সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাভার উপজেলা শাখার বিভিন্ন স্তরের সেক্রেটারিয়েটবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ