বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আমরা: মামুনুল হক নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে বাংলাদেশের চুক্তি বিএনপি এতো খারাপ হলে তাদের দুই মন্ত্রী পদত্যাগ করেনি কেন: তারেক রহমান রাজধানীর বনশ্রীতে অনুষ্ঠিত হলো সাভেরা নারী উদ্যোক্তা সম্মাননা প্রদান ২০২৬ সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড ২ মাস পর চালু হলো এনআইডি সংশোধন কার্যক্রম হাসিনার প্রকাশ্য বক্তব্য দেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি: পররাষ্ট্র মন্ত্রণালয় চট্টগ্রামে ১৯ বছর পর তারেক রহমানের আগমনে জনসভা অনুষ্ঠিত হয় ৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে চব্বিশের ছাত্র আন্দোলন: তারেক রহমান

তামিম ইকবালের ক্রিটিক্যাল কন্ডিশন এখনও কাটেনি

Coder Boss
                                             
  •   Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩০৯k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ কবির হোসাইন পলাশ সিকদার, স্টাফ রিপোর্টার:

কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজের মেডিকেল ডিরেক্টর ডা. রাজিব বলেছেন, ওনার (তামিম ইকবালের) ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন, সবগুলো করা হয়েছে। আল্লাহর রহমতে কন্ডিশনটা অনুকুলে আছে। ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এটার জন্য এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি এবং একটি স্টেন্ট করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) দুপুর ২ টার দিকে ঢাকার আশুলিয়ার কেপিজে স্পেশালাইজড হাসপাতালে একটি সংবাদ সম্মেলন করা হয় হাসপাতালের পক্ষ থেকে। সেখানেই এসব তথ্য জানান ডা. রাজিব৷

মেডিকেল ডিরেক্টর আরও বলেন, আল্লাহর রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি ও এফিশিয়েন্টলি হয়েছে। কার্ডিওলোজিস্ট ডা. মনিরুজ্জামান মারুফ ওনার স্টেন্টিং করেছেন। ওনার ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। উনি যেমন ক্রিটিক্যাল কন্ডিশনে ছিলেন, স্টেন্টিংয়ের পরেও উনি ক্রিটিক্যাল কন্ডিশন এখনও কাটেনি, সময় লাগবে। ওনার জন্য আমরা সবাই প্রাণপণ চেষ্টা করছি। আপনারা ওনার জন্য দোয়া করবেন। আমরা আশাবাদী উনি ভালো হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

এর আগে সকালে আশুলিয়ার বিকেএসপিতে খেলা চলাকালীন মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিক ইকবাল। অসুস্থতার তীব্রতা দেখে দ্রুতই বিকেএসপির নিকটস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয় তামিমকে।

বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ চলছিল মোহামেডানের। ফিল্ডিংয়ের সময় হঠাৎ বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক তামিম। চিকিৎসার জন্য একটি হেলিকপ্টারও বিকেএসপিতে আসে। কিন্তু হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় ছিলেন না বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।

অসুস্থতার তীব্রতা দেখে দ্রুতই বিকেএসপির কাছাকাছি কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয় তামিমকে। তার আগে বিকেএসপির মেডিকেল সেন্টারে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাসপাতালের সিইও তৌফিক বিন ইসমাইল সহ বিসিবি ও বিকেএসপির উর্ধতন কর্মকর্তাগণ।

সবশেষে ডাক্তার রাজীব বলেন, বিকেএসপির ডাক্তারদের ধন্যবাদ জানাই ওনারা (তামিমের) সঠিক সময়ে সঠিক কাজটি করেছেন। ঢাকায় নিয়ে যাওয়াটা ব্যাপার না কিন্তু ওই সময়টা এটেন্ড করতে না পারলে কি হতো বলা আসলে মুশকিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102