শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
সাভারে চলন্ত বাসে তল্লাশি চালিয়ে ধারালো বার্মিজ চাকু সহ ৩ তরুণ আটক সাভারে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান, জরিমানা আদায়। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ মগবাজার ফ্লাইওভারে ল্যাম্পপোস্টের তার চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে রমনা মডেল থানা পুলিশ আশুলিয়ায় ১০ গ্রাম হেরোইন এবং ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার । ঢাকা ক্লাসিক্যাল একাডেমি – ২ আয়োজনে বৈশাখী উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাভারে ডিবির অভিযানে ০২ দুই পেশাদার ছিনতাইকারী সদস্য গ্রেফতার। সাভারের হেমায়েতপুরে কাটুনে ৯ টুকরো মরদেহের রহস্য উদঘাটন, গ্রেফতার ২ বাংলাদেশ নৌবাহিনীর প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত মায়ানমারে ত্রাণ ও মানবিক সহায়তা হস্তান্তর ঢাকা জেলার ডিবি (উত্তর)কর্তৃক ৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

সাভারে ফের যাত্রী জিম্মি করে বাসে ছিনতাই

Coder Boss
                                             
  •   Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৪১k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ নুরুউদ্দিন, সাভার উপজেলা প্রতিনিধি:

সাভারে একটি চলন্তবাসে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এসময় ছিনতাইকারীরা লুট করে নেয় একাধিক যাত্রীর মোবাইল, মানিব্যাগ সহ মূল্যবান জিনিসপত্র।

সোমবার রাতে পৌনে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি থেকে সিএন্ডবি পর্যন্ত সড়কে এ ঘটনা হয় বলে অভিযোগ করেছেন বাসটির যাত্রীরা।

যাত্রীরা জানান, মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের একটি বাস ঢাক-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনী এলাকায় পৌঁছালে যাত্রীবেশে ৪ থেকে ৫জন ব্যক্তি এতে ওঠে। পরে তারা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একাধিক যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। এরপর তারা সিএন্ডবি স্ট্যান্ডে চলন্ত বাস থেকে নেমে পালিয়ে যায়।

পরে বাসটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পৌঁছালে যাত্রী ও শিক্ষার্থীরা বাসটি সহ ঘটনায় জড়িত সন্দেহে বাসের চালক, হেলপার ও কন্ডাক্টরকে আটক করে।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই তিন জনকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এবিষয়ে আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, বাসটি যাত্রীরা জাহাঙ্গীরনগর ডেইরি গেটে আটকে রাখেন। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। যেহেতু ঘটনাটি সাভার থানার তাই বাসটি ওই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে সাভারের পুলিশ টাউন এলাকায় শুভযাত্রা পরিবহনেরই একটি বাসে যাত্রীদের আহত করে ছিনতাই করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102