চট্টগ্রাম প্রতিনিধি:
বাকলিয়া থানার জিডি নং-১২২৩, তাং-২৪/০৩/২০২৫ ইং মূলে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই(নিঃ)/আনোয়ার হোসেন, এসআই(নিঃ)/মোবারক হোসেন, এএসআই(নিঃ)/বুলবুল হোসেন, এএসআই(নিঃ)/জসিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স কং/৫৩৩০ সুকান্ত কুমার ভৌমিক সহ গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক, ২নং রোড পোর্ট সিটি সংলগ্ন খালপাড় এডভোকেট আজিজ সাহেবের কলোনীর সামনে পাকা রাস্তার উপর অসৎ উদ্দেশ্যে আত্মসাৎকৃত মালামাল অন্যত্র নিয়ে যাওয়ার সময় ছোট কভার্ডভ্যানের চালক আসামী ১। মোঃ বেলাল (৫৩)’কে আটক করেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর কভার্ডভ্যানের চালাক মোঃ জুয়েল (৩৫) কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। আটককৃত আসামী মোঃ বেলাল এর হেফাজত হতে চোরাই মালামাল তথা চিনি বোঝাই রেজিঃ নং-চট্টমেট্রো-ড, ১১-৩৪৩৬ কভার্ডভ্যানটি উদ্ধার করেন এবং পলাতক আসামী মোঃ জুয়েল (৩৫) এর ফেলে রাখা রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট, ২৪-৪৬৫৭ কভার্ডভ্যানটি আটককৃত আসামীর দেখানো মতে সনাক্তপূর্বক উদ্ধার করেন। উদ্ধারকৃত বড় কভার্ডভ্যান (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট, ২৪-৪৬৫৭) তে থাকা ৩৯১ বস্তা চিনি ও ছোট কভার্ডভ্যান (রেজিঃ নং-চট্টমেট্রো-ড- ১১-৩৪৩৬) তে থাকা ১২৯ বস্তা চিনি সহ সর্বমোট ৫২০ বস্তা চিনি, প্রতি বস্তায় ৫০ কেজি করিয়া সর্বমোট (৫০ ৫২০) = ২৬,০০০ কেজি অর্থ্যাৎ ২৬ টন চিনি (যার প্রতি বস্তার গায়ে তীর-১৯৭২ পরিশোধিত চিনি, যাহার প্রস্তুতকারক, মোড়কজাতকারী ও বাজারজাতকারী সিটি সুগার ইন্ড্রাষ্ট্রিজ লিঃ উত্তর রূপসী, রূপগঞ্জ, নারায়নগঞ্জ, বাংলাদেশ লেখা আছে) চোরাই সন্ধিগ্ধ আলামত হিসাবে ০২ টি কভার্ডভ্যান সহ ইং ২৪/০৩/২৫ তারিখ বিকাল ০৩.৩০ ঘটিকার সময় জব্দ করা হয়। প্রাথমিকভাবে জানা যায় যে, আটককৃত ড্রাইভার ও পলাতক ড্রাইভার পরস্পর যোগসাজোসে ইং ২৩/০৩/২৫ তারিখ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার সময় নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীনস উত্তর রূপসী সিটি সুগার ইন্ড্রাষ্ট্রিজ লিঃ নামক মিল হতে ৫২০ বস্তা চিনি বোঝাই করে চট্টগ্রাম কালুরঘাট বিসিক শিল্প নগরী পেপসি কোলা ফ্যাক্টরীতে পৌছানোর নির্দেশনা থাকলেও তারা উক্ত মালামাল সমূহ অসৎ উদ্দেশ্যে আত্মসাৎ করার লক্ষ্যে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। উক্ত মালামালের প্রকৃত মালিকের সাথে যোগাযোগ সহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ