মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লা তিতাস উপজেলা পরিষদ কমপ্লেক্স এর স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও সরকারের অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান।
বুধবার সকাল ৬ টায় দিনের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদার মধ্য দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।