মোঃ আমিনুল ইসলাম, রংপুর জেলা প্রতিনিধি:
অদ্য ০১ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখ বিকাল ১৫:৩৫ ঘটিকায় গংগাচড়া থানাধীন ৫নং লক্ষ্মীটারি ইউনিয়নের অন্তর্গত পূর্ব ইচলি মৌজাস্হ জনৈক মোহাম্মদ আব্দুল জলিলের টং দোকানের সামনে কালীগঞ্জ টু রংপুর পাকা রাস্তার পাশ্বে দুই জন ব্যক্তিকে মোটরসাইকেল যোগে আসতে দেখে থামানোর জন্য সংকেত দিলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি ঘটনাস্থলে থামিয়ে ফেলে দিয়ে পালিয়ে যায়। ঐ সময় এসআই/ শ্রী ভবদীশ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স সহ পলাতক মাদক কারবারিদ্বয়কে আটক করার জন্য ধাওয়া করলে তারা রাস্তার পশ্চিম দিকে ভুট্টা ক্ষেতের মধ্য দিয়ে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয় নাই। অজ্ঞাতনামা অভিযুক্তদ্বয়ের মোটরসাইকেলের বাম পাশের হুকে ঝোলানো সাদা রঙের প্লাস্টিকের ব্যাগে লাল পলিথিন দ্বারা মোড়ানো ও খাকি রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো পাটের সুতলির দ্বারা বাঁধা অবস্থায় একটি পটলায় ০৩(তিন)কেজি গাঁজা উদ্ধার করা হয় ও একটি পুরাতন পালসার-১৫০সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। এ সংক্রান্তে গংগাচড়া থানায় পলাতক অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।