 
																
								
                                    
									
                                 
							
							 
                    
সাজ্জাদ আহম্মেদ খোকসা (কুষ্টিয়া)প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসায় ৮ বছরের শিশুকে রাতে নিরাপদে বাড়ি পৌচ্ছে দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে পথে ধর্ষন করে বৃদ্ধ আফজাল কাজী(৫০)। ধর্ষককে বুধবার গভীর রাতে আটক করে খোকসা থানা পুলিশ।
মঙ্গলবার (১ এপ্রিল) দিনগত রাতে খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের খদ্দোসাধুয়া গ্রামে ৮ বছরের শিশু ধর্ষনের ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হয়। রাতেই ধর্ষককে গ্রেপ্তার করে থানা পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার সকালে ৮ বছর বয়সী ওই শিশুসহ বেশ কয়েকজনকে পেঁয়াজ কাটার জন্য আফজাল কাজী(৫০) তার বাড়িতে ডেকে নিয়ে যায়। রাত ৮ টার দিকে শিশুকে নিরাপদে বাড়ি পৌচ্ছে দেওয়ার কথা বলে আফজাল কাজী রওনা হয়। পথের মধ্যে রাস্তার পাশে নির্জন স্থানে শিশুটিকে ধর্ষন করে। বুধবার দুপুরে শিশুটি পেটের ব্যথায় অসুস্থ্য হয়ে পরে। এর পর ধর্ষনের ঘটনা বেড়িয়ে আসে।
ধর্ষীত ওই শিশুর বাবা প্রবাসী। তিনি প্রায় ১ বছর প্রবাসে জীবন যাপন করছেন। শিশুটির মা মানসিক প্রতিবন্ধি।শিশুরা তিন বোন। ধষীতা শিশুটি বোনের মধ্যে বড়।
খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন,ধর্ষক বৃদ্ধ আফজাল কাজীকে আটক করে থানায় নেওয়া হয়েছে।এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে।