শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসে ব্যস্ততার মাঝেও ১০০ নাটক প্রযোজনা আশুলিয়া সাব-রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-জনতার মানববন্ধন ও বিক্ষোভ পৃথক অভিযানে দুষ্কৃতির সাথে জড়িত আওয়ামী লীগের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি সাতক্ষীরার আশাশুনিতে রিং বাঁধ নির্মাণ এবং ত্রাণ বিতরণে বাংলাদেশ সেনাবাহিনী তিতাসে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপি চেয়ারম্যানের ভাই গ্রেফতার ৫ লক্ষাধিক টাকা মূল্যের ২৫ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি অভিনব কায়দায় প্রতারণা : মা ও মেয়ে গ্রেফতার। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল। বিদেশে থেকে বাংলাদেশী যুবকের ভালোবাসার টানে ছুটে এসেছেন সাইরা খান। শাল্লায় ফিলিস্তিনে নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।

ভারতে পালিয়ে আছেন ফেসবুকে এমন স্ট্যাটাস, নিষিদ্ধ সেই ছাত্রলীগ নেতা সাভারে গ্রেফতার

Coder Boss
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২৫k Time View  
  •                                      
                                   
                               

 

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার সাভারে ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদ পরিবারের দায়ের করা হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী এবং কিশোরী, কলেজ ছাত্রী, কাজের বুয়াসহ অন্তত এক ডজন ধর্ষণ কান্ডে অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা ওরফে ধর্ষণ রানাকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোর রাতে সাভার উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা গ্রামের মোহাম্মদ আলী ওরফে আহম্মদ আলীর ছেলে। গ্রেফতারকৃত সোহেল রানা সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ওরফে বিচি বাবার ঘনিষ্ঠ অনুসারী।

জানতে চাইলে বৃহস্পতিবার সকালে সোহেল রানাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

পুলিশ জানায়, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহতদের স্বজনরা বেশ কিছু মামলা করেছেন। এই মামলায় এজাহারভুক্ত আসামী ছাত্রলীগ নেতা সোহেল রানা। ছাত্র-জনতার গণআন্দোলনে গত বছরের ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে গেছেন ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে দেশের মধ্যেই আত্মগোপনে ছিলেন পলাতক এই ছাত্রলীগ নেতা।

বৃহস্পতিবার ২৭ মার্চ ভোর রাতে তথ্য প্রযুক্তির সাহায্যে সাভার মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সাভার উপজেলার একটি ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ঘোষিত সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ‘ সোহেল রানার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আগামী ১১ এপ্রিল তার রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা গত ৪ ও ৫ আগস্ট সাভার ও আশুলিয়ার বাইপাইলে জমায়েত হতে থাকেন। এ সময় স্বৈরাচার শেখ হাসিনার অন্যতম সহযোগী সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান শীর্ষ সন্ত্রাসী মঞ্জুরুল আলম রাজীব ওরফে বিচি বাবা এবং ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ওরফে ডিম সাইফুলের নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এ ঘটনায় সাভার আশুলিয়ায় শতাধিক ছাত্র-জনতা শহীদ হন। শহীদের স্বজনরা পরবর্তীতে মামলা করেন। এসব মামলায় আসামিদের ধরতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোহেল রানা
সাভার, ঢাকা।
০৩/০৪/২৫ ইং
0183000-5949

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102