মোঃ কবির হোসাইন পলাশ সিকদার, স্টাফ রিপোর্টার:
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান এর নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ সাইদুল ইসলাম (অফিসার ইনচার্জ) ডিবি (দক্ষিন) , ঢাকা জেলা এর নেতৃত্বে উপ-পরিদর্শক (নিরস্ত্র) মোঃ টিটুল হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঢাকা জেলা ডিবি (দক্ষিন) এর একটি চৌকস ডিবি টিম, দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল্লাপুর এলাকা থেকে ইং ০৫/০৪/২০২৫ খ্রিঃ তারিখ রাত ০০.৫০ ঘটিকার সময় (পেশাদার) মাদক ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান মৃদুল (২৯), পিতা-মালেক মেম্বার, সাং-বাঘাপুর, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকাকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ পুরিয়া হেরোইন সহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী মোঃ মেহেদী হাসান মৃদুল (২৯) এর বিরুদ্ধে ঢাকা দক্ষিন কেরানীগঞ্জ থানা সহ ঢাকা জেলার বিভিন্ন থানায় ৩টির অধিক মামলা রয়েছে।
বর্নিত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।