মোঃ সিরাজুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার:
রাজধানীর মগবাজার ফ্লাইওভারে ল্যাম্পপোস্টের তার চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপিলিটন পুলিশের রমনা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম-মো: ইয়াসিন আহম্মেদ সান (২৫)।
আজ বুধবার (১৬ এপ্রিল ২০২৫খ্রি.) রাত আনুমানিক ২:১৫ ঘটিকায় রাজধানীর সেগুনবাগিচা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
রমনা মডেল থানা সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ ২০২৫ খ্রি. তারিখ রাতে মগবাজার ফ্লাইওভার এর ওপর বাংলামোটরের দিকে যাওয়ার অংশে দুইজন দুষ্কৃতকারী কর্তৃক ল্যাম্প পোস্টের তার কেটে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।
থানা সূত্রে আরো জানা যায়, ঘটনাটি তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার চুরির সাথে জড়িত ইয়াসিনের অবস্থান শনাক্ত করা হয়। অতঃপর সেগুনবাগিচা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত ইয়াসিন একজন পেশাদান চোর । সে মগবাজার ফ্লাইওভারে ল্যাম্পপোস্টের তার চুরিসহ একাধিক তার চুরির ঘটনা সংঘটিত করেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে ডিএমপির রমনা মডেল থানা ও তেজগাওঁ থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। উক্ত তার চুরির ঘটনায় জড়িত অপর একজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ