পিরোজপুর জেলা প্রতিনিধি:
সেবার ব্রতে চাকরি" এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে পিরোজপুর জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের ১ম দিনের কার্যক্রম শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অদ্য ১৯ এপ্রিল ২০২৫ খ্রি. বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে পিরোজপুর জেলা পুলিশ লাইন্স মাঠে অত্র জেলার প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ (১ম দিনের কার্যক্রম) পরীক্ষা সম্পন্ন হয়েছে। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় পিরোজপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
এ সসময় নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার, পিরোজপুর খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন প্রাথমিক ভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের কোন প্রকার আর্থিক লেনদেন এবং দালাল চক্রের সাথে যোগাযোগ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান। শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যতম প্রার্থীকেই নির্বাচিত করা হবে। নিয়োগ বোর্ডের সদস্যদের প্রতি চাকরি প্রার্থীদের আস্থা রাখার অনুরোধ করেন। তিনি একটি স্বচ্ছ নিয়োগ উপহার দেয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় আরো নিয়োগ বোর্ডের সদস্য সহ আরো উপস্থিত ছিলেন নিয়োগ ডিউটিতে নিয়োজিত পিরোজপুর জেলার বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্সগণ।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ