শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন

আশুলিয়ায় অস্ত্র সহ ০১ জন আসামী গ্রেফতার।

Coder Boss
                                             
  •   Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৫৭k Time View  
  •                                      
                                   
                               

 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:

গত ১৭/০৪/২০২৫২৫ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ১২.১০ ঘটিকার সময় আশুলিয়া থানাধীন জিরাবো ফুলবাগান রোড, কাটুন ফ্যাক্টরী, এস এ এস প্যাকেজিং এর ওয়েস্টিজ কাটুনের ব্যবসা কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বাদলে এলাকায় নিজ অবস্থান জানান দেওয়া ও আদিপত্য বিস্তারের জন্য নিজ দখলে থাকা অবৈধ বিদেশী পিস্তুল দিয়ে আসামী মোঃ দেওয়ান জিয়া ০২ রাউন্ড ফাঁকা গুলি চালায় । ঢাকা জেলার পুলিশ সুপার এর নির্দেশক্রমে ঢাকা জেলা পুলিশের ডিবি (উত্তর) এর একটি চৌকস টিম ১৯/০৪/২০২৫ তারিখ রাত ০০.৪৫ ঘটিকা হইতে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা ও পূবাইল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অভিযুক্ত আসামী ০১। মোঃ দেওয়ান জিয়া (৪০),পিতা-মোঃ আলী দেওয়ান নেওয়াজ, মাতা- মোছাঃ আমেনা বেগম, সাং- জিরাবো, থানা- আশুলিয়া, জেলা- ঢাকাকে ধৃত করেন। ধৃত আসামীর দেওয়া তথ্য ও দেখানো মতে ১৯/০৪/২০২৫ বিকাল আনুমানিক ১৫.৪০ ঘটিকার সময় তার বসত বাড়ীর পারিবারিক কবর স্থানে সংরক্ষিত অবস্থায় ব্যবহৃত একটি পিস্তল (যাহার গায়ে MADE IN USA. NO-1117,ONLY ARMY SUPLY লেখা আছে), একটি ম্যাগাজিন ও খালি খোসা উদ্ধার করা হয়।

উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102