আশুলিয়া( ঢাকা) প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মো. মাজহারুল ইসলাম খান (৫৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মদন চন্দ্র সাহা। এর আগে, একইদিন সন্ধ্যায় আশুলিয়ার বুড়িরবাজার খানাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মাজহারুল ইসলাম খান ঢাকার আশুলিয়ার বুড়িরবাজার এলাকার মৃত আমিরুল হক খাঁ এর ছেলে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মদন চন্দ্র সাহা জানান, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে মিজানুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাজহারুল ইসলাম খানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ