মোঃ শামীম আহমেদ:
২০১৩ সালের এই দিনে ঢাকা জেলার সাভার বাজার বাসস্ট্যান্ডের মজিদপুর রানা প্লাজা ধসে নিহত হন ১ হাজার ১৩৮ জন। গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন অনেকেই। আহত হয় হাজারো শ্রমিক।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রানা প্লাজা ধসের ১২ বছর। ওই দুর্ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আহত শ্রমিকদের সুচিকিৎসা, ক্ষতিপূরণ সহ নানা দাবিতে সকাল থেকে ধসে পরা রানা প্লাজার পরিত্যক্ত জায়গার সামনে জড়ো হতে শুরু করেন নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।
নিহত ব্যক্তিদের স্মরণে ওই জায়গায় অস্থায়ী প্রতিবাদ-প্রতিরোধ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা।
এসময় রানা প্লাজা ধসের ঘটনায় ভবন মালিক সোহেল রানা সহ অন্যদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শ্রমিকদের ন্যয্য দাবিগুলো পূরণের দাবি জানান শ্রদ্ধা নিবেদন করতে আসা বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ