চট্টগ্রাম কোতোয়ালি থানা প্রতিনিধি:
অদ্য ০৪/০৫/২০২৫ ইং তারিখ কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম এর নেতৃত্বে এসআই মারুফ বিন আব্দুল্লাহ, এএসআই সোহেল আহমেদ, এএসআই মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ হালিশহর থানাধীন রামপুরা এলাকায় অভিযান পরিচালনা করে ০১। দায়রা- ২৩৭৫/২১, সিআর- ৯৭৫/২০, প্রসেস নং- ১৬৩৪/২৫, ০২। দায়রা- ৬৭৮০/২৩, সিআর- ১৯৯০/২৩, ধারা- এন আই এ্যাক্ট ১৩৮, ০৩। দায়রা- ২৩৭৫/২১, সিআর- ৯৭৫/২০, প্রসেস নং- ১৬৩৭/২৫ সংক্রান্তে ০২(দুই) বছরের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত এবং ০৪। সিআর- ৮৯/২৪ এর আসামী মোঃ সাইফুল আবেদীন খান মিঠু'কে গ্রেফতার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে পটিয়া থানায় আরো ০১টি ওয়ারেন্ট মূলতবী আছে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ