ঢাকা জেলা প্রতিনিধি:
র্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৪ ও র্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল ৩০ মে ২০২৫ তারিখ ০০:২০ ঘটিকায় ডিএমপির কোতয়ালী থানাধীন সদরঘাট লঞ্চ র্টামিনাল এলাকায় অভিযান পরিচালনা করে সাভারের বক্তারপুরে ছুরিকাঘাতে দিনমজুর দূর্জয় শেখ ক্লুলেস হত্যাকাণ্ডের মূলহোতা লাবন (৩০), পিতা- মৃত লালমিয়া, সাং-বি-৭, বক্তারপুর, থানা- সাভার মডেল, জেলা- ঢাকা’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।
ভিকটিম দূর্জয় শেখ (৪৮) পেশায় একজন দিনমজুর। গত ইং ২৭/০৫/২০২৫ তারিখ রাত অনুমান ১:০০ ঘটিকার সময় পূর্ব শত্রুতার জের ধরে ঢাকা জেলার সাভার থানাধীন বক্তারপুর সাকিনস্থ কোর্টবাড়ী রোড সংলগ্ন মোঃ সুরুজ মিয়ার বাড়ীর পিছনের গলিতে আসামী লাবন এবং তার সহযোগীদের সাথে ভিকটিম দূর্জয় শেখ এর কথা কাটা-কাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আসামী লাবন ও তার সহযোগীরা মিলে ছুরিকাঘাত করে এবং ঘটনাস্থলেই ভিকটিম দূর্জয় শেখ (৪৮) মারা যায়।
এ ঘটনার প্রেক্ষিতে আসামী লাবন ও তার সহযোগীরা পলাতক থাকে। পরবর্তীতে র্যাব-৪ ও র্যাব-১০ এর তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তৎপরতায় বৃদ্ধির মাধ্যমে উক্ত ক্লুলেস হত্যাকান্ডের আসামী শনাক্ত করতঃ ৩০ মে ২০২৫ তারিখ ০০:২০ ঘটিকায় ডিএমপির কোতয়ালী থানাধীন সদরঘাট লঞ্চ র্টামিনাল এর সামনের এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডে প্রধান আসামী লাবন(৩০)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ