মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ার জামগড়া পিস্তল ও দেশীয় অস্ত্র সহ যুবক গ্রেপ্তার। আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জের ধরে রকি হত্যা মামলার দুই আসামি গ্রেফতার জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ৪ হাজার কেজি ভারতীয় মাংস জব্দ, আটক ৫ জন ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টার অংশগ্রহণ। গাজীপুর ও কুমিল্লায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান আশুলিয়ায় ডিবি (উত্তর) কর্তৃক ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ (পুলি) কে সাভার থেকে উদ্ধার করেছে র‌্যাব-৪ চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে আশুলিয়া থানা পুলিশ, স্বস্তি ব্যবসায়ীদের মাঝে। কলাবাগান থানা পুলিশের দ্রুত পদক্ষেপে ইতালীয় নাগরিকের হারানো মোবাইল উদ্ধার

১৭ বছর পর শাহাদাৎ বার্ষিকী পালন করতে পেরে বিএনপি উচ্ছ্বসিত- সালাউদ্দিন বাবু 

Coder Boss
                                             
  •   Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৪৭k Time View  
  •                                      
                                   
                               
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:
১৭ বছর দেশের কোনো গণতন্ত্র ছিল না এবং বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করতে পেরে বিএনপি উচ্ছ্বসিত বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
শুক্রবার দুপুরে আশুলিয়ার জিরাবো এলাকায় ইয়ারপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীর দোয়া মিলাদ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাধীনভাবে বিএনপির কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে গেলে সেখানে সহিংস পরিস্থিতি সৃষ্টি করে উল্টো আমাদের গ্রেপ্তার করে মামলায় ঢোকানো হয়েছে। এবছর রাজনৈতিক পরিবেশ অনুকূলে। তাই গত ১৭ বছর পর এ বছর আরো জোরালোভাবে আয়োজন করা হচ্ছে।
তিনি এয়োও বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কথাটি আমরা বলতে পারি নাই। সেটা বলতে যে আমাদের বিভিন্ন ধরনের ট্যাগ লাগানো হতো। তবে স্বৈরাচার সরকার পালানোর পর এ বছর দলীয়ভাবে জাঁকজমকে শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে। জুলাই বিপ্লবের পর দেশের রাজনীতিতে একটি আমূল পরিবর্তন এসেছে।
তিনি আরও বলেন, আশা করি বর্তমান অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যেই অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবে। আর এর মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি দায়িত্ব গ্রহণ করলে দেশের গণতন্ত্রে স্থিরতা ফিরে আসবে।
৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাসেন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী মো: দেলোয়ার হোসেন সরকার, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট মো: জিল্লুর রহমান,
যুবদল নেতা মো: জাহিদ হাসান বিকাশের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, থানা বিএনপির সদস্য মো: নাজির উদ্দীন, বিএনপি নেতা মো: আলী হোসেন, ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রিপন শিকদার,
মোস্তফা হোসাইন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো: নূরুল ইসলাম পলান, ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো: রবিউল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা হুমায়ুন কবির, ও ইয়ারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো: জাহিদ পালোয়ান সহ আরও অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102