রাজশাহী জেলা প্রতিনিধি:
আজ ০৩ জুন ২০২৫ খ্রি. রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন নয়াপাড়া গ্রাম হতে সকাল ০৮:৩৫ টায় একজন মাদক ব্যবসায়ীকে ৫৭ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ গ্রেফতার করেছে রাজশাহীর ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ ফজলে রাব্বী হৃদয় (২৩)। সে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন নয়াপাড়া গ্রামের মোঃ রহিদ মোল্লার পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ মাহবুব আলম ও ফোর্স-সহ আজ ৩ জুন ২০২৫ খ্রি. সকাল ০৮:০৫ টায় পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার ও তার সন্নিহিত এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন নয়াপাড়া গ্রামস্থ জনৈক কুদ্দুস মোল্লার টিনশেড বসতবাড়ির দক্ষিণ-পশ্চিম কোণে অভিযুক্ত মোঃ ফজলে রাব্বী হৃদয়-এর শয়ন কক্ষে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ মাহবুব আলম ও ফোর্স-সহ আজ ৩ জুন ২০২৫ খ্রি. সকাল ০৮:১০ টায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে সকাল ০৮:৩৫ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ ফজলে রাব্বী হৃদয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অভিযুক্তের দেখানো মতে ঘটনাস্থলের খাটের নিচ থেকে প্লাষ্টিকের বস্তার মধ্যে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ৫৭ কেজি গাঁজা উদ্ধার করে।
প্রসঙ্গত উল্লেখ্য, গাঁজা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত পুঠিয়ার মাদককারবারি মোঃ আব্দুর রহিম মোল্লা নামের এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
গাঁজা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্ত'দ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ