মো: শাকিল শেখ,
সাভার ও ধামরাই প্রতিনিধি:
"গাছ লাগান পরিবেশ বাঁচান" এই স্লোগানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (১৩ জুন) বিকালে আশুলিয়ার মির্জা গোলাম হাফিজ কলেজে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এসময় বৃক্ষরোপণ কার্যক্রমের নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন তানভীর ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।
বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে মির্জা গোলাম হাফিজ কলেজে বিভিন্ন স্থানে ২শত চারা গাছ রোপণ করা হয়।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন তানভীর বলেন,বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বৃক্ষরোপণ কর্মসূচী ঘোষণা করেছেন। তারেক রহমানের সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পরিবেশ রক্ষায় সারাদেশের বিভিন্ন এলাকায় বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী অব্যাহত রয়েছে যা বিএনপি’র মিডিয়া সেলের ফেসবুক পেইজে উল্লেখ করা হচ্ছে। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে তারেক রহমান বাণী দেন। বাণীতে পরিবেশ দূষণ রোধে তার দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা তুলে ধরেন।
তিনি আরও বলেন,প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি এবং সবুজ বাংলাদেশ গঠনে ছাত্রদল সব সময় অগ্রণী ভূমিকা রাখবে। আমরা শুধু রাজনৈতিক সংগঠন নই, সামাজিক দায়বদ্ধতাও পালন করি।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার,সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ