আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:
আশুলিয়ার গাজিরচট মধ্যপাড়া এলাকা থেকে বন্ধু রিফাত এর সাথে ঘুরতে গিয়ে আর ফিরে আসেনি রিফাত মন্ডল নামের ৯ বছরের এক শিশু।
মঙ্গলবার সকালে নিখোঁজের বাবা গণমাধ্যম কর্মীদের কাছে এসব তথ্য দেন। এরআগে ৪ই জুন সকালে বাসা থেকে তার বন্ধু ডেকে নিয়ে যাওয়ার পরে আর ফিরে আসেনি।
বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিলো একটি জিন্স প্যান্ট ও গেঞ্জি। তার গায়ের রং-ফর্সা ও মুখমন্ডল গোলাকার।
দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্যে বাসিদপপুর গ্রামের মো: উজ্জ্বল হোসেনের একমাত্র ছেলে রিফাত মন্ডল। ঢাকা জেলার আশুলিয়া থানার গাজিরচট মধ্যপাড়া এলাকায় দাদি হাসিনা বেগমের সাথে ভাড়া বাসায় থেকে ‘শিশুর পণ’ একাডেমি নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করতো।
নিখোঁজের দাদি বলেন, আমার নাতি রিফাত মন্ডল তার বন্ধু রিফাতের সাথে ঘুরাঘুরি করতো। অন্যান্য দিনের মত ৪ই জুন সকালে তার বন্ধু জামগড়া এলাকায় তাদের বাসায় রিফাতকে ডেকে নিয়ে যায়। সেখানে এক রাত থাকার পরে ওই বন্ধুর মা এশিয়া বেগমের সহযোগিতায় তার বান্ধবী লিমার গ্রামের বাড়ি নরসিংদী পাঠিয়ে দেয়। এরপরে নিখোঁজের পরিবার এশিয়া বেগমকে তার বান্ধবীর গ্রামের বাড়ির ঠিকানা জানেতে চাইলে সে ঠিকানা জানে না বলে জানায়। আমার নাতি কোথায় আছে সে জানে। এশিয়া বেগমকে আইনের আওতায় এনে প্রশাসন জিজ্ঞাসাবাদ করলে আমার নাতির সন্ধান পাওয়া যেতে পারে। পরে আমি কোন উপায় না পেয়ে এবিষয়ে থানায় একটি জিডি করি। যাতে করে তার নাতিকে ফেরত পেতে পারেন, এজন্য তিনি প্রশাসন মহলের সুদৃষ্টি কামনা করেন। কেউ রিফাতের খোঁজ বা কোনো তথ্য পেয়ে থাকলে ০১৭১৮-৮১৮৩৮৪ নম্বরে জানানোর জন্য অনুরোধও জানান তিনি।
এবিষয়ে আশুলিয়া থানার তদন্ত ওসি কামাল হোসেন বলেন, থানায় একটি জিডি হয়েছে। যাকে সন্দেহ করা হয়েছিলো, তার অবস্থান সম্পর্কে নিখোঁজের পরিবারকে জানানো হয়েছে এবং তাদেরতো সেখানে যাওয়ার কথা ছিলো। এবং ওই থানায় গিয়ে আমকে জানালে আমি সেই থানার ওসিকে বলে দিবো বলেও জানান তিনি।