আশুলিয়া( ঢাকা) প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র যুবশক্তির ঢাকা জেলা উত্তর শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬জুন) বিকেলে সাভার জাতীয় স্মৃতিসৌধের ভিতরে এ সমন্বয় সভার আয়োজন করা হয়।
এ সমন্বয় সভায় প্রধান অতিথি জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক কাজী আয়েশা আহমেদের উপস্থিতিতে সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তির ঢাকা জেলা উত্তরে’র কেন্দ্রীয় সংগঠক সেজুতি হোসাইন।
সভায় আগামী দিনের কর্মপরিকল্পনা ও দিক-নির্দেশনা নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি কাজী আয়েশা আহমেদ। তিনি বলেন,যুবশক্তি একটি উদ্যমী,আধুনিক ও কর্মমুখী সংগঠন হিসেবে দেশের যুব সমাজের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আত্বপ্রকাশ করেন।
জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র জাতীয় যুবশক্তির ঢাকা জেলা উত্তরে’র কেন্দ্রীয় সংগঠক সেজুতি হোসাইন নেতাকর্মীদের উদ্যেশ্যে বলেন,কোটা নয়,বেকারত্বই আমাদের মূল আন্দোলনের কেন্দ্রবিন্দু। আন্দোলনে শহীদ ভাই-বোনদের আত্মার মাগফেরাত কামনা করি। আমরা যুবশক্তির মাধ্যমে দেশের যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে চাই এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমাদের মুল লক্ষ্য।
তিনি আরও বলেন,আমরা চাই না,অন্য কোনো রাজনৈতিক দলের মতো আমাদের কেউ চাঁদাবাজি বা অরাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকি।আমাদের সংগঠনের প্রধান লক্ষ্য স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দেশের যুব সমাজের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া। আমাদের সংগঠন হবে একটি কর্মনির্ভর প্ল্যাটফর্ম যেখানে কেউ ক্যারিয়ার গড়বে কাজ ও জনসেবার মাধ্যমে।
আয়োজিত এ সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র যুবশক্তির ঢাকা জেলা উত্তরে’র মো.আবির হোসাইন,মো.সাজেদুর রহমান,মো.তুহীন সহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ