আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:
আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায়
গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একটি দুইতলা ভবন ধসে পড়েছে। এতে নারী সহ অন্তত ৬ জন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১৮ জুন) সকাল ৭টা ২০ মিনিটের দিকে মন্ডল মার্কেট সংলগ্ন বাদিয়ারপাড়ের পাশে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশ কেঁপে ওঠে এবং পার্শ্ববর্তী বাড়ির জানালার কাঁচ পর্যন্ত ভেঙে যায়।
দগ্ধরা হলেন—জাহানারা (৩৮), জুয়েল (২৩), শান্ত (২২), হাওয়া আক্তার (২৪), জহুরুল ইসলাম (২৫) ও নাসির (৩৯)। নাসির প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলেও বাকিরা এখনও চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুয়েল মিয়া নামের এক ব্যক্তি নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে অপরিকল্পিতভাবে ভবনটি নির্মাণ করে ভাড়া দিয়েছিলেন। ভবনের নিচতলায় থাকা ভাড়াটিয়া জহুরুল ইসলাম সকালে রান্নার জন্য চুলা ধরাতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে ভবনটি ধসে পড়ে ও আগুন ধরে যায়।
বাড়ির ম্যানেজার শামীম মিয়া বলেন, “নিচতলার রাইজারে গ্যাস লিক ছিল। জানালা-দরজা বন্ধ থাকায় রাতভর গ্যাস জমে ছিল। সকালে আগুন জ্বালাতেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
ঘটনার পর স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ম্যানেজার হারুন ওর রশিদ জানান, গুরুতর অবস্থায় ৪ জনকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।
জিরাবো মডেল ফায়ার সার্ভিসের ডিউটিম্যান আল রিফাত তালুকদার বলেন, “রান্নার চুলা ধরানোর সময় জমে থাকা গ্যাস বিস্ফোরণ ঘটায়। সিলিন্ডার বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস তদন্ত করছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, এমন ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণে প্রশাসনের নজরদারির ঘাটতি রয়েছে। এর আগেও এরকম অনেক ঘটনা আশুলিয়ায় ঘটেছে। পরবর্তীতে যেনো এরকম ঘটনা না ঘটে এ জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।