বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিতে চায়: মির্জা ফখরুল হাদিকে গুলি করা অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার হাদির গুলিবিদ্ধ মস্তিষ্ক ছাড়া অন্য অঙ্গগুলো এখনো ‘নিয়ন্ত্রণযোগ্য’ স্বাধীনতাবিরোধিরা এখন ভোল পাল্টে নতুন দেশ গড়ার ভাব দেখাচ্ছে: মির্জা ফখরুল বাড্ডায় বাসে আগুন সুদানে ইউএন ঘাঁটিতে নিহত শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ীতে আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে প্রটোকল দেবে পুলিশ হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার আরও ২ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকের ওপর হামলা-ক্যামেরা ভাঙচুর, আহত ৫ হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি: পালানোর আশঙ্কায় বিশেষ চেকপোস্ট ও টহল জোরদার

উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন ৪৪টি পাবলিক লাইব্রেবির শুভ উদ্বোধন ঘোষণা

Coder Boss
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৭৯k Time View  
  •                                      
                                   
                               

 

নিজস্ব প্রতিবেদক:

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে(পুরাতন ভবন) অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন ৪৪টি পাবলিক লাইব্রেরীর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, ‘উন্নত সমাজ গঠনে সবচেয়ে বড় বিনিয়োগ হল শিক্ষা ও জ্ঞানচর্চা।
তাই প্রতিটি উপজেলায় একটি করে পাঠাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘প্রথম ধাপে ১১ জেলার ৪৪টি উপজেলায় পাবলিক লাইব্রেরী নির্মাণে প্রতিটিতে ৫৩ লক্ষ টাকা করে সর্বমোট ২৩ কোটি ৩২ লক্ষ টাকা স্থানীয় সরকার বিভাগ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে।’

এই স্বপ্নে সবাইকে শামিল হয়ে জ্ঞানকেই আমাদের উত্তরণের পথ করার আহবান উপদেষ্টা আসিফ মাহমুদের।

উপদেষ্টা আরও বলেন, ‘যেসব উপজেলায় শিক্ষার হার এবং দারিদ্রের হার কম সেসব এলাকা (বিশেষত উত্তরবঙ্গ) বিবেচনায় এনে মানসম্মত লাইব্রেরির নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

শিক্ষার্থীদের আকৃষ্ট এবং জ্ঞান চর্চায় উৎসাহিত করতে লাইব্রেরির নির্মাণশৈলী, পরিবেশ এবং ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে বলে জানান আসিফ মাহমুদ।

দ্রুত সময়ের মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপনসহ লাইব্রেরি নির্মাণের এই কার্যক্রমের জন্য স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠান শেষে লাইব্রেরি নির্মাণে উপজেলা বাছাই সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রাজনৈতিক বিবেচনা কিংবা প্রতিহিংসার বশবর্তী না হয়ে প্রকৃতপক্ষে বঞ্চিত এলাকাগুলোতে বাজেটের সুষম বণ্টনের ব্যবস্থা করা হয়েছে এবং লাইব্রেরি নির্মাণেও সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

সাংবাদিকদের দক্ষিণ সিটি কর্পোরেশন সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, নগর ভবন বন্ধের বিষয়ে সরকার যথেষ্ট ধৈর্য এবং আন্তরিকার পরিচয় দিয়েছে। কিন্তু নাগরিক সেবা প্রায় ৩০-৪০% কমে গিয়েছে। এতদ্‌বিষয়ে যেকোনো সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার সম্মিলিতভাবে গ্রহণ করবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। এছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102