বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চোরাই মালামাল উদ্ধার সহ একজন গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত গভীর সমুদ্রে মাছ আহরণে জোর দিতে প্রধান উপদেষ্টার আহ্বান। সিটিটিসিতে সাইবার ডিজিটাল এভিডেন্স সংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঢাকা জেলা পুলিশ সুপারের ঢাকা জেলা ডিবি (উত্তর) অফিস বার্ষিক পরিদর্শন। নবাবগঞ্জে চাঞ্চল্যকর শিশু লাবিব (৮) হত্যা মামলার রহস্য উদঘাটন ও মুল আসামি গ্রেফতার । সেনা- সদরে ক্যাপস্টোন ২০২৫/০২ কোর্সের পরিদর্শন আশুলিয়া থেকে মরদেহ পৌঁছে দিলো গ্রামে, মানবিক সহায়তায় লাব্বাইক সেচ্ছাসেবক সংগঠন। “কেউ কারো নয়” সাইকেলে সবজির ফেরিওয়ালা এখন চমৎকার এক গাড়ির মালিক।

ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) ‘রোড সেফটি পোস্টার ও স্লোগান কনটেস্ট -২০২৫’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Coder Boss
                                             
  •   Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৪২k Time View  
  •                                      
                                   
                               

 

নিজস্ব প্রতিবেদক:

জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) কর্তৃক আয়োজিত ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) ‘রোড সেফটি পোস্টার ও স্লোগান কনটেস্ট-২০২৫’এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ জুন ২০২৫ খ্রি.) সকাল ১০:০০ ঘটিকায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইকা-বাংলাদেশের মুখ্য প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।

রাজধানীর ১৬টি স্কুল ও ৫টি বিশ্ববিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী সড়কের নিরাপত্তা নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ১০টি পোস্টার এবং ১০টি স্লোগানের জন্য পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। অন্যদেরকেও বিশেষ পুরস্কার প্রদান করা হয়। বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ পুরষ্কার প্রদান করেন।

রোড সেফটি পোস্টার ও স্লোগান কনটেস্ট এর উদ্দেশ্য হলো জাপানের রীতিনীতি অনুসরণ করে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদেরকে দায়িত্বশীল সড়ক ব্যবহারকারী ও নিরাপত্তা দূত হিসেবে তৈরি করা।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ঢাকাসহ সারাদেশে সড়ক দুর্ঘটনা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর সড়ক দুর্ঘটনার মূল কারণ চালকসহ সাধারণ জনগনের ট্রাফিক আইন ও নিয়মকানুন সম্পর্কে সচেতনতার অভাব। ডিআরএসপির মাধ্যমে আমরা স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সচেতন করার চেষ্টা করছি। ছাত্র-ছাত্রীরা যদি সচেতন হয়, তাহলে তারা অন্যদের সচেতন করতে পারবে। রোড সেফটির ক্ষেত্রে সচেতনা ও সর্তকতাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার এখতিয়ার রাখে না। মব জাস্টিস এর সাথে যারা জড়িত হবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাসরিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা; জাইকা-বাংলাদেশের মুখ্য প্রতিনিধি তোমোহিদে ইচিগুচি (Mr.Tomohide ICHIGUCHI); ডিআরএসপির প্রজেক্ট ফর্মুলেশন এডভাইজার শোকো সাকোমা (Ms. Shoko Sakuma) সহ জাইকার প্রতিনিধিগণ এবং প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ২০২২ সালের মার্চ মাস থেকে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সঙ্গে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি) বাস্তবায়ন করছে। ডিআরএসপি হলো তিন বছরের জন্য একটি প্রযুক্তিগত সহযোগিতা প্রকল্প যার লক্ষ্য ঢাকা মেট্রোপলিটন এলাকায় ব্যাপক ট্রাফিক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে ডিএমপির সক্ষমতা জোরদার করা। ডিআরএসপি তিনটি আউটপুট নিয়ে গঠিত, এবং আউটপুটগুলির মধ্যে একটি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সড়ক নিরাপত্তা শিক্ষা/জনসংযোগের উপর গুরুত্ব প্রদান করে করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102