স্টাফ রিপোর্টার,গাজীপুর জেলা:
বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৪ সিপিসি-১ ও র্যাব-১, সিপিএসসি এর একটি যৌথ আভিযানিক দল ২৬ জুন ২০২৫ তারিখ সন্ধ্যায় গাজীপুর বাসন থানাধীন পশ্চিম দিঘিরচালা এলাকায় অভিযান পরিচালনা করে মাগুরা জেলার মহম্মদপুর থানাধীন এলাকায় বারো লক্ষ তিরানব্বই হাজার পাঁচশত টাকার মালামাল লুট হওয়া চাঞ্চল্যকর ডাকাতি মামলার আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার মোঃ হাসান মাহমুদ @শাহজাহান (৩৩) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ০৫ জুন ২০২৪ তারিখ মধ্যরাতে ডাকাত দলের সর্দার মোঃ হাসান মাহমুদ @শাহজাহান (৩৩) সহ আরো ৪/৫ ডাকাত সদস্য দেশীয় অস্ত্র, পিস্তল, রামদা, হাসুয়া নিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে কাঠের জানালায় দেয়া গ্রীল ভেঙে ঘরে ঢুকে বাদী মোঃ শরিফুল ইসলাম’কে (৪৮)’কে দড়ি দিয়া হাত-পা বেধে রাখে ও চর-থাপ্পর মারে এবং কাপড় দিয়ে মুখ বেধে ফেলে। তারপর ডাকাত সদস্যরা তার স্ত্রীর কানে থাকা স্বর্নের দুলসহ সর্বমোট ১০ ভরি ৯ আনা স্বর্ণের বিভিন্ন স্বর্ণালোংকার যার আনুমানিক মূল্য ১০,৭০,০০০/- টাকা, নগদ ১,৯২,০০০/- টাকা ও দুইটি মোবাইল ফোন যার আনুমানিক মূল্য ৩১,৫০০/- টাকাসহ সর্বমোট বারো লক্ষ তিরানব্বই হাজার পাঁচশত টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়।
এ সংক্রান্তে বাদী মাগুরা জেলার মহম্মদপুর থানায় অজ্ঞাতনামা ৪/৫ ডাকাত দলের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করে। মাগুরা জেলার মহম্মদপুর থানার অধিযাচন পত্র মূলে র্যাব-৪ সিপিসি-১ ও র্যাব-১, সিপিএসসি এর একটি যৌথ আভিযানিক দল উক্ত ডাকাত দলের সর্দার মোঃ হাসান মাহমুদ @শাহজাহান (৩৩) কে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীর পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ