স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ জেলা:
মানিকগঞ্জের ঘিওরে ১জন ধর্মপ্রাণ ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় আলোচিত আসামি নাঈম ভূইয়াকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সূত্র জানায়, অভিযুক্ত নাঈম একটি দোকানে গিয়ে টাকা ছাড়াই কাজ করানোর চেষ্টা করেন। দোকানের মালিক, যিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং সুন্নাহ মতে দাড়ি রেখে থাকেন, বিনামূল্যে কাজ করতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে ওঠে নাঈম। পরে সে ওই ব্যবসায়ীকে মারধর করে এবং প্রকাশ্যে দাড়ি ধরে টানাটানি করে অপমানজনক আচরণ করে।
পুরো ঘটনাটি দোকানে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং একজন সম্মানিত নাগরিককে প্রকাশ্যে লাঞ্ছিত করার প্রতিবাদে সামাজিকমাধ্যমে নিন্দার ঝড় ওঠে।
ডিবি পুলিশ জানায়, ঘটনার পর থেকেই নাঈম আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘিওরের স্থানীয় জনগণ ও ইসলামপ্রিয় জনসাধারণ দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ডিবি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় চেহারা বা পরিচয়ের কারণে অপমানের সাহস না পায়।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ