মোঃ রবিউল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি:
আশুলিয়ার জামগড়া এলাকা থেকে শামিম শেখ ওরফে মুন্না শেখকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পুরাতন পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, একটি স্টীলের ধারালো চাপাতি, একটি লোহার তৈরী লম্বা ধারালো দা, একটি দ্বি- মাথা ধারালো ভাইকিং কুড়াল, দুটি লোহার তৈরী ধারালো ছুরি, একটি মোটরসাইকেলের পুরাতন চেইন, একটি লোহার তৈরী কালো কভারযুক্ত পাইপ উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।
গ্রেপ্তারকৃত শামিম শেখ ওরফে মুন্না শেখ (২৫) নড়াইল জেলার সদর থানার বল্লারটোপ গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে। সে বর্তমানে আশুলিয়ার পূর্ব জামগড়া এলাকার খাঁজার বাড়ীর ভাড়া থেকে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলো। এঘটনায় গ্রেপ্তারকৃতকে আশুলিয়া থানা দায়ের করা মামলায় (নং-১০৩), ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র প্রদর্শন করে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা সহ ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজী করে আসছিলো। তাহাদের বিরুদ্ধে আশুলিয়া থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এছাড়া মামলার পলাতক আসামী মোঃ স্বপন (৩৪), বাবু ওরফে কালা বাবু (৩৫), জুনায়েদ হোসেন ওরফে জুনুকে (২২) গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।