নিজস্ব প্রতিবেদক:
ঢাকার উপকণ্ঠ আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাঠালতলা এলাকায় দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে এই রাস্তা তৈরি উদ্বোধন করেন ৬নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার মোঃ জলিল উদ্দিন রাজন ভূঁইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ মুরুব্বীগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিকেরা। তারা জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল দশা জনজীবনে ভোগান্তি ডেকে এনেছিল। বর্ষাকালে কাদা ও পানিতে চলাচল ছিল অত্যন্ত কষ্টকর।
রাস্তার উন্নয়ন প্রসঙ্গে মেম্বার মোঃ জলিল উদ্দিন রাজন ভূঁইয়া বলেন, "জনগণের দাবি ও কষ্টের কথা বিবেচনা করেই আমরা এই কাজটি শুরু করেছি। সামনে আরও কিছু রাস্তার উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে। উন্নয়নই আমাদের অঙ্গীকার।"
স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। বিশেষ করে শিক্ষার্থী ও কর্মজীবীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রুট। নতুন রাস্তা পাবেন এলাকাবাসী তাই সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং স্থানীয় জনপ্রতিনিধির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এই উদ্যোগ আশুলিয়ার স্থানীয় উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। জনগণের অংশগ্রহণ ও প্রতিনিধিদের আন্তরিকতা থাকলে এলাকার সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ