বরিশাল জেলা প্রতিনিধি:
আজ বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫ খ্রিঃ সকাল ০৯:০০ ঘটিকায় বিএমপি'র রূপাতলীস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে বিএমপিতে সদ্য যোগদানকৃত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্স ২০২৫ এর ১৪ তম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন বিএমপি'র সম্মানিত পুলিশ কমিশনার এর পক্ষে উপ-পুলিশ কমিশনার ( সদর দপ্তর,উত্তর ডিবি) সুশান্ত সরকার, পিপিএম।
এ সময় তিনি নতুন যোগদানকৃত কনস্টেবল দের উদ্দেশ্য শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, খেলাধুলা ও শরীরচর্চা, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে বিধিনিষেধ মেনে চলা যেমন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের পোশাক পরে ছবি/ভিডিও আপলোড না করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে পুলিশ পরিচয় দেওয়া থেকে বিরত থাকা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। যা তাদের কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই পালনীয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (ডিবি) আবুল কালাম আজাদ সহ বিএমপি'র অন্যান্য কর্মকর্তাবৃন্দবৃন্দ।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ