মো: শাকিল শেখ,
সাভার ও ধামরাই প্রতিনিধি:
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) আশুলিয়া থানা উপশাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৫জুলাই) দুপুরে আশুলিয়ার জামগড়া চৌরাস্তার জালাল প্লাজার (২য় তলায়) অবস্থিত ফুড ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টের স্বপ্ন রাজ্য হলরুমে আয়োজিত এক মিলনমেলায় মিলিত হয়েছে বাংলাদেশ ঔষধ শিল্পের কর্মকর্তা ও বিসিডিএসের সদস্যবৃন্দরা।
এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীকন ফার্মেসিউটিক্যালস্ ঔষধ কোম্পানির সেলস্ ম্যানেজার জোনাল হেড-৬ ও নির্বাহী ব্যবস্থাপক মিনা বুলবুল হোসেন। এসময় অতিথিদের বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের পরিচালক ও তুরাগ থানা শাখা সভাপতি কাজী নাসির উদ্দিন,পরিচালক মিয়া শরীফুল ইসলাম,আশুলিয়া ম্যানেজার’স এসোসিয়েশনের সভাপতি মো.সোলাইমান মিয়া।
এ সভায় ঔষধ ব্যবসায় সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সমাধান, পেশাগত মানোন্নয়ন, নীতিমালা এবং সদস্যদের অধিকার ও দায়িত্ব নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও ঔষধের গুণগত মান নিশ্চিতে কেমিস্ট ও ড্রাগিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অবৈধ ও অনুমোদনহীন ঔষধের বাজারজাত বন্ধে প্রশাসনের পাশাপাশি সংগঠনের সদস্যদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে।
বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার নেতৃবৃন্দ জানান, এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে পেশাগত বন্ধন সুদৃঢ় করা হবে এবং স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।
এসময় বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার সভাপতি মো.জহিরুল ইসলাম খান লিটনের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি নুর উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আশুলিয়া থানা উপশাখার সহ-সভাপতি জাহিদ হাসান শিকদার,মোর্শেদ আলী খান পাপ্প, এক্সিকিউটিভ সদস্য শাজাহান সুজন,শুয়াইবুর রহমান শুয়েব,রুহুল আমিন,শাহাবুদ্দিন আহমেদ রাজা,মিজানুর রহমান,কাজী মানসুর হাসান,এ্যাড.আমিনুল ইসলাম,শাহাদাত হোসেন উসমান, সালাউদ্দিন খান কাজল সহ আশুলিয়ায় কর্মরত সকল কেমিস্টস্ সদস্যরা।
আয়োজনের শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত সদস্যরা পরস্পরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।