মো: রবিউল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি:
দারুল ইহসান ট্রাস্টের সকল সম্পত্তি এবং ক্যাম্পাস দ্রুত দখলমুক্ত করে বৈধ কমিটির কাছে হস্তান্তর সহ ও দ্রুত বুঝিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন নিজেদের বৈধ দাবীকৃত ট্রাস্টি বোর্ডের সদস্যরা।
সোমবার (৭জুলাই) বিকেলে আশুলিয়ার শ্রীপুর এলাকার দারুল ইহসান ট্রাস্টের মাদ্রাসার মূল ফটকের সামনে এ সংবাদ সম্মেলন করেন তারা।
নিজেদের বৈধ দাবীকৃত ট্রাস্টি বোর্ডের সদস্যরা জানান, আদালত কর্তৃক রায়ে তারা বৈধ ট্রাস্টি কমিটি এখন পর্যন্ত তাদের সদস্য ২১ জন।দীর্ঘদিন ধরে এ ট্রাস্টটি অবৈধ দখলদারদের হাতে জিম্মি ছিলো। দীর্ঘদিন আদালতে এ সংক্রান্ত মামলা থাকলেও বিগত সরকার কাছে তারা সুবিচার পাননি। বতর্মানে আদালতের রায়ে তারা বৈধ কমিটি হিসেবে স্বীকৃতি পেয়েছেন বলে দাবী করেন তারা। এসময় আওয়ামীপন্থী জাহাঙ্গীর কবির নানকের অনুসারীদের অবৈধ দখল থেকে এই ট্রাস্ট ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দ্রুত দখলমুক্ত করে বৈধ কমিটির কাছে হস্তান্তর এর জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এসময়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দারুল ইহসান ট্রাষ্ট এর সেক্রেটারী মুহাম্মদ ওসমান গণী এবং সাভার-আশুলিয়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা সহ আরও অনেকে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ