বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পেয়ে সুমাইয়া আক্তার (১৭) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসি ফল প্রকাশের পর উপজেলার গাড়িদহ মাদ্রাসা পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং আব্দুল বারীর মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশিত হওয়ার পর সুমাইয়া জানতে পারে তার জিপিএ-৫ আসেনি, বিজ্ঞান বিভাগে সে পেয়েছে জিপিএ ৪.৬১ । এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং ঘরের দরজা বন্ধ করে দেয়। পরিবারের লোকজন বারবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে সুমাইয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
নিহত শিক্ষার্থীর বাবা আব্দুল বারী বলেন, ফল প্রকাশের পর সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে ঝুলন্ত অবস্থায় পাই। জিপিএ-৫ না পাওয়াতেই আমার মেয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয় স্কুল শিক্ষক শরিফুল ইসলাম জানান, আমি ছোটবেলা থেকেই সুমাইয়াকে পড়াতাম। ও একটু জেদি স্বভাবের মেয়ে ছিল। রেজাল্ট প্রত্যাশার মতো না হওয়ায় হয়তো এমন অঘটন ঘটিয়েছে। এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না।
স্থানীয় ইউপি সদস্য শহীদুল ইসলাম বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমন পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।