নিজস্ব প্রতিবেদক:
আশুলিয়ার জামগড়া এলাকার মোল্লা বাজার টু মানিকগঞ্জ পাড়া মসজিদে কুবা, উপর দিকে সাদাদিয়া গার্মেন্স পযন্ত জনদুর্ভোগ কমাতে লাব্বাইক সেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে রাস্তা সংস্কার কাজ চলছে।
বছরের পর বছর এই রাস্তায় চলাচলে কষ্ট পাচ্ছিলেন এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহন। হাজার হাজার গার্মেন্টস শ্রমিক।আশেপাশের গ্রামের মানুষ। বিশেষ করে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে কাজ চলার কারনে বিভিন্ন ধরনের ছোট বড় যানবাহন এই শাখা রোডে চলার কারনে রাস্তায় জাগায় জাগায় ভেঙে গর্ত হয়ে পানি আটকে যায়। এতে করে যান বাহন উল্টো যাওয়ার ঝুঁকি থাকে এ জন্য জ্যাম পরে যায় রাস্তায় সাধারণ মানুষের চলাচল করতে কষ্ট হয়। তাই লাব্বাইক সেচ্ছাসেবক সংগঠন একটা অ লাভজনক সেচ্ছাসেবী সংগঠন এই সংগঠনে প্রায় ৫০ জন সদস্য আছে। সবাই মিলে নিজ অর্থায়নে সামাজিক সেবা মুলুক কাজ করে থাকেন। ইতিপূর্বে এলাকার আশেপাশে ডেংগু
মশা নিধন, রক্ত দান,অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা, ইফতার বিতরণ, হতদরিদ্র কেউ মারা গেলে লাশ গ্রামের বাড়িতে পাঠানো, গরীব মেয়ের বিয়ে দেওয়া সহ অনেক সেবা মুলুক কাজ করছেন।এরই ধারাবাহিকতায় আজ শুরু করছে রাস্তা সংস্কারের কাজ যাতে করে মানুষ একটু ভালো ভাবে চলতে পারে। রিকশা, ভ্যান,কাবার ভ্যান,পিকাপ, রেগুনা,ছোট বাস,ট্রাক, ছোট, বড় পরিবহন সব ধরনের পরিবহন যেনো চলতে পারে তাই সংগঠনের সবাই মিলে এই সামাজিক কাজ গুলো করছেন।
সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ অনেকেই বলেছেন প্রতিটি সামাজিক সেবা মুলুক কাজের সাথে আমাদের লাব্বাইক সেচ্ছাসেবক সংগঠন থাকবে। আমরা প্রমান করতে চাই ভালো কাজের মন মানসিকতা থাকলে সরকারি লোকজনের পাশাপাশি নিজেরা এক্য বদ্ধ হয়ে সেবামূলক কাজ করা যায়।
আমরা চাই আমাদের সাথে আপনারা সেচ্ছায় এগিয়ে আসুন আমাদের পাশে থেকে অসহায় হত দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করুন। ধনী লোক এগিয়ে আসুন গরীবদের পাশে দাঁড়ান। পাশাপাশি আমরা সংগঠনের মাধ্যমে দাবি রাখছি যদি কোন সরকারি অনুদান বা সহযোগিতা আমাদের সংগঠনে করলে আমরা আমাদের অর্থ আর অনুদানের অর্থ দিয়ে মানুষের আরও বেশি সহযোগিতা করতে পারবো। আমাদের জন্য দোয়া করিবেন আমরা যেনো প্রতিটি ভালো কাজের সাথে থাকতে পারি সেবামূলক, সামাজিক কাজ হতদরিদ্রের সাহায্যে সহযোগিতা করতে পারি।
আজকে রাস্তা সংস্কারের কাজের সময় তত্পরতা ভাবে আমরা দুই জন লেবার নিয়ে এবং আমাদের সংগঠনে কয়েকজন মিলে দুটো ভ্যান নিয়ে রাস্তায় কাজ শুরু করি আমাদের সাথে যারা কাজে এই মুহূর্তে অংশগ্রহণ করছেন।
সভাপতি :রাকিব হোসেন,সহ সভাপতি :ইউসুফ মিয়া,সাধারণ সম্পাদক :রাকিবুল ইসলাম,সহ সাধারণ সম্পাদক :রিফাত খান,
সাংগঠনিক সম্পাদক :রঞ্জন ,প্রচার সম্পাদক :জাহিদ হাসান,
সহ প্রচার সম্পাদক :নাসিম,ক্যাশিয়ার :মিনহাজ,
সাংস্কৃতিক বিষয় সম্পাদক : শামিম হোসাইন,
দপ্তর সম্পাদক : নুরুল ইসলাম (প্রদীপ), মো: ওয়াসিম মোল্লা, মোঃ জসিম মোল্লা, মোঃ সাব্বির মোল্লা, মোঃ মাসুদ রানা, তুষার, গালিব,সহ অনেকেই।