মোঃ রবিউল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি:
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর একটি চৌকস টিম ১০/০৭/২৫ খ্রি. ২৩.৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকা হইতে আসামী ১। সোহেল খাঁন (৩৫), পিতা-সোনা মিয়া, মাতা-জোস্ন্যা বেগম, সাং-বন গ্রাম, থানা-নাগরপুর, জেলা-টাংগাইল, এ/পি সাং-হেমায়েতপুর যাদুরচর মক্কা টাওয়ার, থানা-সাভার, জেলা-ঢাকা, ২। মেহেদী হাসান লিটন (২৮), পিতা-মোকছেদ, মাতা-রহিমা, সাং-আবরা, থানা-সাঁথিয়া, জেলা-পাবনা, এ/পি সাং-বলিয়ারপুর, থানা-সাভার, জেলা-ঢাকা, ৩। আল আমিন (৩৩), পিতা-আজগর, মাতা-জাহানারা, সাং-চরবসন্দী, থানা-নকলা, জেলা-শেরপুর, এ/পি সাং-বড়ইতলী, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুরদের ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ পুড়িয়া হেরোইন সহ গ্রেফতার করেন।
উক্ত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু র্পূবক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে ।