নিজস্ব প্রতিবেদক:
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা (পশ্চিম) এর প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ গতকাল (১২জুলাই) অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন,
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ পয়দা হবে না; জবাবদিহীতা মূলক সরকার কায়েম হবে। তাহলেই একটি সুন্দর দেশ গঠন হবে। জবাবদিহীতার অভাবেই ফ্যাসিবাদ তৈরি হয়।
পীর সাহেব চরমোনাই আরো বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতার মেরুকরণ হ্রাস পাবে এবং সংলাপের সংস্কৃতি সৃস্টি হবে।
তাছাড়া ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে ও নষ্ট ভোট কমানো সম্ভব হবে।
ব্যাপক দল/মতের প্রতিনিধিত্বের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সরকার তৈরি হবে।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুস কাইউম।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের হাতপাখার সংসদ সদস্য প্রার্থী মুফতী আবু বকর সিদ্দীক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুফতি একেএম আব্দুজ্জাহের আরেফী।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা (পশ্চিম) জেলার সভাপতি মুহাম্মাদ সাইফুল্লাহর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ