দিনাজপুর জেলা প্রতিনিধি:
গত ইং ১৯-০৫-২৫ তারিখ সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন ২৬ মাইল বাবলু ফার্ম নামক স্থানে রংপুর টু ঠাকুরগাঁও গামী মহাসড়কের উপর পাবনা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁও গামি মালবাহী দশ চাকা বিশিষ্ট ট্রাক, যার রেজি নম্বর ঢাকা মেট্রো ট-২২-১৫৬৭, এবং ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি মাইক্রোবাস, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-চ-৫১-৮২৫৭ এর মুখোমুখি সংঘর্ষে হয়ে মহাসড়কের পূর্ব পাশে মাইক্রোবাস ও ট্রাকটি উল্টে যায়। মাইক্রোবাসের ড্রাইভার সহ ০৩ জন যাত্রী গুরুতর এবং মাইক্রোর ওপর ০৩ জন যাত্রী আহত হলে ঘটনাস্থলে ০২ জন মারা যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতালে প্রেরন করলে কর্তব্যরত ডাক্তার আরো ০২ জনকে মৃত ঘোষণা করেন। মাইক্রো ড্রাইভার সহ মোট ০৪ জন মৃত্যুবরণ করে । মৃত ব্যক্তিদের নাম ১। কামরুল হাসান(৪৪) পিতা-মৃত ইদ্রিস আলী, সাং-বোয়ালধর,থানা- বালিয়াডাঙ্গী, জেলা- ঠাকুরগাঁও, ২। জুলফিকার আলী ভুট্টু (৪৩) পিতা মোঃ দবির উদ্দিন, গ্রাম- মালভিটা, থানা-রানীশংকল , জেলা ঠাকুরগাঁও, ৩। দেলোয়ার হোসেন (৪৫) পিতা মৃত হাফিজুল ইসলাম, গ্রাম-সাবাজপুর, থানা বালিয়াডাঙ্গী জেলা ঠাকুরগাঁও, এবং ৪। মাইক্রো ড্রাইভার মানিক (৩৫) পিতা মৃত আবুল হোসেন, গ্রাম-হরিহরপুর,থানা ও জেলা ঠাকুরগাঁও। এরমধ্যে তিনজন অডিট বিভাগের সরকারি কর্মচারী ছিলেন। বর্ণিত ঘটনায় মৃত কামরুল হাসান এর ভাই বাদী হয়ে বর্ণিত ট্রাকের অজ্ঞাতনামা ড্রাইভার এর বিরুদ্ধে দিনাজপুর বীরগঞ্জ থানায় এজাহার দাখিল করলে বীরগঞ্জ থানার মামলা নম্বর-৬, তারিখ-১৯-০৫/২৫ খ্রিষ্টাব্দ ধারা- ২০১৮ সালের সড়ক পরিবহন আইন ৯৮/১০৫, রুজু হয়। অদ্য ১৩/০৭/২৫ তারিখ সকাল অনুমান ৮ঃ৩০ ঘটিকার সময় গোপন তথ্যের ভিত্তিতে দিনাজপুর চিরিরবন্দর থানাধীন রানীরবন্দর বাজার এলাকা হইতে মামলার তদন্তে প্রাপ্ত ঘাতক ট্রাকের ড্রাইভার মোঃ মুনসুর আলী (৪৩),পিতা মোঃ আনসার আলী, গ্রাম- বাঘাবাড়ি (দক্ষিণপাড়) থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ কে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।