পটুয়াখালী প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে কু-রুচিপুর্ন মন্তব্য।
সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যন্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুলাই বৃহষ্পতিবার বেলা ১১ টায় শহীদ মিনার প্রাঙ্গন হতে যুবদলের শত শত নেতা- কর্মীর বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় লঞ্চঘাট চত্বর গিয়ে মিছিল শেষ করে সেখানে এক প্রতিবাদ সমাবেশ করে।
এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো. হুমায়ুন কবির, মো. দেলোয়ার হোসেন, মো. রফিকুল ইসলাম ও এ্যাড. তৌহিদ মাতব্বর , ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হোসেন, যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন, সাবেক ছাত্রনেতা ইট বাজিয়া ইউনিয়নের যুবদলের সাবে যুগ্ন আহবায়ক জীবন হাওলাদার, সদর থানা যুবদলের সাবেক ষুগ্ম আহবায়ক মো. শিহাব সিকদার, সাবেক যুগ্ম আহবয়ক মো. মিজানুর রহমান প্রমুখ যুবদল নেতৃবৃন্দ।
বক্তারা, দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপুর্ন মন্তব্যের তীব্র প্রতিবাদ করে পতিত ফ্যাসিস্ট ও জামায়াত শিবিরের কঠোর সমালোচনা করেন এবং দেশে যে কোন অপকর্ম ও অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার জন্য যুবদলের সকল স্তরের নেতা কর্মীদের প্রতি আহবান জানান সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমীসহ বক্তারা। মিছিলে জামায়াত-শিবির ও ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয় বিক্ষুব্ধ যুবদল কর্মীরা।