মোঃ রবিউল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি:
সাভারে মহাসড়কের যানজট, ফুটপাত দখল ও আবর্জনা মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে রাজ্জাক প্লাজার সামনে মানববন্ধনের আয়োজন করে সাভার নাগরিক ফোরাম।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাভারে মহাসড়কের দু’পাশের ফুটপাত দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও ময়লা-আবর্জনার কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যানজটের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
মানববন্ধন অংশ নিয়ে জামায়াতে ইসলামী ঢাকা জেলার সেক্রেটারি অধ্যক্ষ আফজাল হোসাইন বলেন, এলাকার মানুষ শুধু যানজটের ভোগান্তিই পোহাচ্ছে না বরং দখলদারদের কারণে ফুটপাতও হারিয়ে যাচ্ছে। অবিলম্বে দখলদারদের উচ্ছেদ করা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
জেলা জামায়াতের রাজনৈতি বিষয়ক সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার বলেন, মহাসড়কের পাশের ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য। ফুটপাতে দখল মুক্ত করতে হবে, মহাসড়কের পাশে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। আমরা সাভারকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে চাই।
সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আবদুর রহমান বলেন, আমরা মানুষের অধিকার ও জনকল্যাণের জন্য রাজনীতি করি। নাগরিকদের স্বার্থেই অবৈধ দখলমুক্ত, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত করতে হবে মহাসড়ককে।
সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও ব্যবসায়ী নেতা ওবায়দুর রহমান অভি বলেন, সাভারে ময়লা ফেলার নির্দিষ্ট কোন স্থান নেই। আবার রাজধানী ঢাকার আবর্জনাও সাভারে ফেলা হচ্ছে। সাভার বাসস্ট্যান্ডে সড়কের উভয় পাশে কয়েক সারি হকার বসিয়ে নিয়মিত চাঁদা আদায় করছে একটি মহল। এতে রাস্তার পাশে গাড়ি রাখার সুযোগ নেই, জনসাধারণের হাঁটারও জায়গা নেই। প্রশাসনের কাছে এসব সমস্যা দ্রুত সমাধানের দাবি জানাই।
সাভার নাগরিক ফোরামের সভাপতি ও স্থানীয় দৈনিক ফুলকির সম্পাদক নাজমুস সাকিব বলেন, মহাসড়কের পাশের ফুটপাত শুধু হকাররাই দখল করে রাখেনি। হোটেল’সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও দখল করে রেখেছে ফুটপাতে বড় অংশ। ময়লা আবর্জনার দুর্গন্ধে পথচারীরা প্রতিনিয়ত পোহাচ্ছে দুর্ভোগ। এসব সমস্যার সমাধান এখন সাভারবাসীর ন্যায্য দাবি।
এ সময় আরও বক্তব্য রাখেন, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাভার নাগরিক ফোরামের সহ-সভাপতি জয়নাল আবেদিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাভার নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সরকার।
মানববন্ধন শেষে রেডিও কলোনী ইউটার্নে শহীদ আল আমিন চত্ত্বর, পাথালিয়া ইউনিয়নের সিন্দুরিয়াসহ বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক গাছের চারা রোপণ করা হয়।