সিনিয়র স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে সেন্টমার্টিন দ্বীপের ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের অর্থনৈতিক জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশকারী একটি শ্রীলঙ্কান মাছ ধরার ট্রলার সহ ৬ জন জেলেকে আটক করেছে।
বঙ্গোপসাগরে নিয়মিত টহলের সময় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘এসএলএফভি সুদু দুয়া-৪’ নামের ট্রলারটিকে আটক করে। পরবর্তীতে অবৈধ ট্রলার ও আটকৃত জেলেদেরকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য আজ পতেঙ্গা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী দেশের ব্লু-ইকোনমি সংরক্ষণ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত একাধিক যুদ্ধ জাহাজ দিয়ে গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় দিন রাত টহল পরিচালনা করছে।