মোঃ রবিউল ইসলাম ,
সাভার উপজেলা প্রতিনিধি:
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান,এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ সালাম অফিসার ও ফোর্স সহ অদ্য ১৯/০৭/২৫ খ্রি. তারিখ রাত ০৩.৫০ ঘটিকায় ধামরাই থানাধীন, ধামরাই চন্দ্রপাড়া এলাকা হইতে ডাকাত দলের সদস্য ১। মোঃ শাহাজল (৩৮), পিতা-মোঃ বিল্লাল, মাতা-সামেনা বেগম, সাং-সাধুরপাড়া, থানা-বকশিগঞ্জ, জেলা-জামালপুর, এ/পি সাং-বাইমাইল মুন্সিবাড়ি, থানা-কোনাবাড়ী, জেলা-গাজীপুর, ২। মোঃ সুমন মিয়া (৩৫), পিতা- মৃত হাকিম, মাতা-মোছাঃ সোলেমা, সাং-সোহাগী টেংগাপাড়া, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ, এ/পি সাং-বাইপাস মোঘরখাল আবুল সরকারের বাড়ীর ভাড়াটিয়া, থানা-বাসন, জেলা-গাজীপুর, এবং আসামীদ্বয়ের হেফাজত হইতে উদ্ধারকৃত আলামত (১) একটি ০৬ (ছয়) চাকা বিশিষ্ট ট্রাক, সামনের কেবিন হলুদ এবং বডি নীল, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ড-১৪-৫৭৪৬, চেসিস নং- MAT386537F8R00402, যাহার ইঞ্জিন নং-497TC93AUY800300, মূল্য অনুমান ১০,০০,০০০ ( দশ লক্ষ) টাকা, (২) ০১ (এক) টি ছোরা উভয় পাশে ধারালো, বাটসহ লম্বা অনুমান ৩ ফুট ২ ইঞ্চি, (৩) ০৪ (চার) টি লক কাটার, তন্মধ্যে একটি কার্টার সবুজ রংয়ের লম্বা অনুমান ৩ ফুট ৬ ইঞ্চি, দুইটি লাল রংয়ের লম্বা অনুমান ৩ ফিট, একটি নীল রংয়ের লম্বা অনুমান ৩ ফিট সহ গ্রেফতার করেন। আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন স্থানে চুরি/ডাকাতি সহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত। আসামীদ্বয়ের পিসিপিআর পর্যালোচনা করলে দেখা যায় আসামী ১। মোঃ শাহাজল (৩৮), এর বিরুদ্ধে ১। (1F63G) জামালপুর এর বকশীগঞ্জ থানার ,জিডি নং-৯৫৫/২০২১, তারিখ- ২৫ মে, ২০২১; সময়- ধারা- , এজাহারে অভিযুক্ত –
আসামী ২। মোঃ সুমন মিয়া (৩৫) এর বিরুদ্ধে ১। (5BTAJ) জিএমপি এর বাসন থানার ,এফআইআর নং-১০, তারিখ- ১০ মে, ২০২৫; জি আর নং-১৫৭, তারিখ- ১০ মে, ২০২৫; সময়- ০৯.৩০ ঘটিকার সময়। ধারা- 399/402 The Penal Code, 1860; , মামলায় তদন্তে সন্দিগ্ধ।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।