বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় সুরভি’তে শিশু-কিশোরদের শোক সভা অনুষ্ঠিত

Coder Boss
                                             
  •   Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৮৬k Time View  
  •                                      
                                   
                               

 

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপরে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত এবং আহতদের জন্য বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু’র প্রতিষ্ঠিত সুরভি’র সুবিধাবঞ্চিত সকল দুঃস্থ, অসহায় শিশু-কিশোররা শোক প্রকাশ করেছে।

মঙ্গলবার সকালে (২২ জুলাই ২০২৫) রাজধানীর ধানমন্ডিতে সুরভি’র ক্যাম্পাসে— বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের সুস্থ্যতার জন্য দুঃস্থ, অসহায় শিশু-কিশোরদের নিয়ে এক দোয়ার আয়োজন করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে বিমান দুর্ঘটনায় নিহত ছোট্ট কোমলমতি শিশুদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। মহান আল্লাহ তা’আলা যেনো তাদেরকে বেহেস্ত নসীব দান করেন— এই দোয়া করে শিশু-কিশোররা।

একই সাথে মাইলস্টোনে যেসকল শিশু-কিশোররা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে, তাদের সুস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পাশাপাশি সকল শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া করা হয়। মহান আল্লাহ যেন তাদেরকে ধৈর্য্যধারণ করার শক্তি দান করেন, আমিন!

এসময় ‘সুরভি’র পরিচালকসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এই বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।

প্রসঙ্গত, স্বাধীনতা পদক প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক সৈয়দা ইকবাল মান্দ বানু’র ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করা ছিন্নমূল শিশু কিশোরদের প্রতিষ্ঠান সুরভি শিক্ষার আলোয় আলোকিত করেছে প্রায় ৪০ লক্ষ শিশু-কিশোরদের। তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলায় ‘সুরভি’র প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়।

এছাড়া ‘সুরভি’ একটি বিশ্বাস এবং এই আত্মবিশ্বাস নিয়েই শিশু-কিশোরদের অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোকিত জীবনে উৎসাহিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102