রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে প্রটোকল দেবে পুলিশ হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার আরও ২ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকের ওপর হামলা-ক্যামেরা ভাঙচুর, আহত ৫ হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি: পালানোর আশঙ্কায় বিশেষ চেকপোস্ট ও টহল জোরদার হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা তথ্য নেই: ডিএমপি ওসমান হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী হতাহত সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা ইয়াসিন মিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সুইলস বাংলাদেশের উদ্যোগে গণ বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিঃ এর অফিস উদ্বোধন ও মাইলস্টোনের নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান।

Coder Boss
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৭৭k Time View  
  •                                      
                                   
                               

 

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিঃ এর অফিস উদ্বোধন উপলক্ষে ও মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্বরণে এক দোয়া অনুষ্ঠান বৃহস্পিতিবার সকাল ১১টায় টেকনিকালের দারুসালামের তৃতীয় তলায় নিজেস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের অর্থ-সম্পাদক মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বক্তব্য শুরুতে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রুহের মাগফিরত কামনায় এক মিনিট নিরাবতা পালন ও সুরা ফাতিহা পাঠ করেন।

এ সময় তিনি বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যে ক্ষতি তা অপুরনীয়। যারা অসুস্থ্য তাদের পাশে দাঁড়ানোর আমাদের সকলের দায়ীত্ব ও কর্তব্য। অফিস উদ্বোধন করে ঢাকা প্রেস ক্লাবের সভাপতি বলেন,বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিঃ ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব যৌথভাবে দেশের ক্লান্তি লগ্নে নিরলস ভাবে কাজ করে চলেছে। এ সময় তিনি আরো বলেন,সব সময় হতদরিদ্র ও ভূমি মানুষের মৌলিক অধিকার, আর সেই অধিকার নিশ্চিত করতে আমরা আন্দোলনে নেমেছি। আমরা ভূমি মানুষের অধিকার আদায় করে ঘরে ফিরবো।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আজাহার আলী। তিনি এ সময় বলেন,৩০৯৫টি ভূমিহীন পরিবারকে ০.৫ শতাংশ করে সরকারি খাস জমি বুঝিয়ে দেওয়ার কার্যক্রম দ্রুত শুরু করা অতি জরুরি। আমরা প্রায় আট বছর ধরে ধারাবাহিকভাবে ভূমিহীনদের পক্ষে আন্দোলন করছি।আমরা আইনগত লড়াই করে জয়ী হয়েছি কিন্ত এখনো ভূমির দখল বুঝে পায়নি। আমার আশা অতিদ্রুত সরকার ব্যবস্থা করবেন। তিনি বলেন, হাইকোর্টে রিট দায়ের করা হলে আদালত ৩০৯৫টি পরিবারের পক্ষে রায় দেন। ১৭ মার্চ ভূমি মন্ত্রণালয়ে এই সংক্রান্ত নির্দেশনাও পাঠানো হয়েছে।

অফিস উদ্ভোধন অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন,মিসেস মাকসুদা,মাহমুদা আক্তার,জুয়েল,আসিক প্রমূখ। সভাপতি তার সমপনী বক্তব্যে বলেন,আমরা সমাজের অবহেলিত মানুষের উন্নয়নে কাজ করে চলেছি, সকলের সহযোগিতা পেলে এর ধারাবাহিকতার আরো উন্নতি করার চেষ্টা করব। এই প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে গৃহহীন থাকা পরিবার গুলো স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং একটি টেকসই সামাজিক পরিবর্তনের সূচনা ঘটবে বলেও তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102