গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে একটি বিলে ঘুরতে গিয়ে নৌকাডুবে তিন বন্ধু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকায় মকশ বিলে এ ঘটনা ঘটে।
নৌকাডুবিতে নিখোঁজরা হলো- কালিয়াকৈরের সুরিচালা গ্রামের মজনু মিয়ার ছেলে মো: শিমুল হোসেন, একই এলাকার শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান ও ধামরাই উপজেলার শিমুলিয়া গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে মুহাম্মদ ইব্রাহীম হোসেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধামরাই উপজেলার শিমুলিয়া থেকে শুক্রবার সকালে ইব্রাহিম তার খালার বাড়ি কালিয়াকৈরের সূরিচালা এলাকায় বেড়াতে আসেন। বিকেলে পাঁচ বন্ধু মিলে একটি ছোট নৌকা নিয়ে মকশ বিলে ঘুরতে বের হয়। এসময় প্রচণ্ড বাতাস থাকায় বিলের পানিতে প্রচুর ঢেউয়ের সৃষ্টি হয়। বিকেল সাড়ে ৪টার দিকে একপর্যায়ে নৌকাটি বিলের পানিতে উল্টে যায়।
এ সময় দুই বন্ধু সাকিব হোসেন ও আরাফাত হোসেন সাঁতরে উপরে উঠতে পারলেও ওই তিনজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন তাদের খুঁজতে থাকে। তবে তারা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে রাত ৮টা পর্যন্ত তাদের কোনো খোঁজ পায়নি। নিখোঁজ ও উদ্ধার হওয়া পাঁচজনই চলতি বছর এসএসসি পাস করেছে।
নিখোঁজ শিমুলের বোন জামাই আসলাম হোসেন বলেন, বিকেলে তারা নৌকা নিয়ে ঘুরতে বের হয়। নৌকা বাতাসে উল্টে যাওয়ার পর থেকে তাদের রাত ৮টা পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম বলেন, নৌকা ডুবে তিন জন নিখোঁজ রয়েছে। ডুবুরি দল তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ