চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা এর সার্বিক দিক-নির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে এস আই(নিঃ)/সৌমিত্র সাহা সঙ্গীয় অফিসার সঙ্গীয় এস আই (নিঃ)/ মুহিদ হাসান, এ এস আই (নিঃ)/ আবু আল ইমরান সঙ্গীয় ফোর্স সহ অদ্য ২৫ জুলাই ২০২৫ তারিখ ১৮:৩০ ঘটিকায় চুয়াডাঙ্গা সদর থানাধীন ডিঙ্গেদহ বাজারস্থ মেসার্স মল্লিক ট্রেডার্স এর সামনে হতে আসামী ১। বেনজীর আহম্মেদ (৩৩), পিতা- মৃত বাবর আলী, মাতা- মৃত আছিয়া খাতুন, সাং- দশমী, ইউনিয়ন- কুতুবপুর, ওয়ার্ড নং-০৮, থানা ও জেলা-চুয়াডাঙ্গা'র হেফাজত হতে ৮০পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ