সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতাবিরোধিরা এখন ভোল পাল্টে নতুন দেশ গড়ার ভাব দেখাচ্ছে: মির্জা ফখরুল বাড্ডায় বাসে আগুন সুদানে ইউএন ঘাঁটিতে নিহত শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ীতে আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে প্রটোকল দেবে পুলিশ হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার আরও ২ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকের ওপর হামলা-ক্যামেরা ভাঙচুর, আহত ৫ হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি: পালানোর আশঙ্কায় বিশেষ চেকপোস্ট ও টহল জোরদার হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা তথ্য নেই: ডিএমপি ওসমান হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী হতাহত

নীলফামারী জেলা জামায়াতের বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বে জামায়াত’ মাওলানা আবদুল হালিম।

Coder Boss
                                             
  •   Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২০৯k Time View  
  •                                      
                                   
                               

 

নীলফামারী জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হচ্ছে জাতির প্রত্যাশা পূরণের নির্বাচন। গোটা জাতি আগামীর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে। এজন্য রুকনগণকে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ত্যাগ-কুরবানী স্বীকার করতে হবে।

২৫ জুলাই জুমআ বার নীলফামারী জেলার ৪টি সংসদীয় আসনের রুকনদের (পুরুষ ও মহিলা) নিয়ে জেলা জামায়াতের বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাওার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সদ্য কারামুক্ত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি, জামায়াতের নিবন্ধন এবং দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়া আগামী নির্বাচনে জামায়াতের জন্য একটি শুভ ইঙ্গিত। পতিত ফ্যাসিবাদের বিদায়ের পর দেশবাসী দুর্নীতি মুক্ত একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বুনছে। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি দেশবাসীর স্বপ্ন এবং জুলাই’২৪ এর শহীদদের রক্তের মূল্য পরিশোধে জান-মালের সর্বোচ্চ কুরবানীর মাধ্যমে রুকনদেরকে ভূমিকা পালনের আহ্বান জানান।

উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম ও আব্দুর রশীদ। এছাড়াও জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী জেলার চারটি আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীগণ ও উপজেলা আমীরবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102