স্টাফ রিপোর্টার:
গত ২৫ জুলাই রোজ শুক্রবার, পবিত্র জুম্মার নামাজের পর উত্তরার তাফালিয়া ক্রিকেট একাডেমি মাঠ প্রাঙ্গনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোমলমতি শিক্ষার্থী তাসনিম আফরোজ আয়মান (১০) এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজা নামাজে বিমান বাহিনীর একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। জানাজা শেষে সম্মানিত বিমান বাহিনী প্রধান এর পক্ষ থেকে মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এ সময় বিমান বাহিনীর প্রতিনিধি দল নিহতের পরিবারের সদস্যদের সহিত সাক্ষাৎ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় এবং যে কোন প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদানের আশাবাদ ব্যক্ত করে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ