মোঃ রবিউল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি:
সাভারের হেমায়েতপুরে অবস্থিত চামড়া শিল্প নগরী এলাকার মেসার্স রাইসা লেদার এর ম্যানেজার মোঃ জোনায়েদ হোসেন পলাশ থানায় লিখিত অভিযোগ করেন যে, ইং ০৬/০৭/২০২৫ তারিখ সকাল ০৮.৩০ ঘটিকার সময় ফ্যাক্টরীতে এসে মালামাল কিছুটা কম দেখতে পান। পরে সিসিটিভি ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, রাত ০২:০০ ঘটিকা হতে রাত ০৪:০০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা চোর/চোরেরা জানালা দিয়ে বাদীর ফ্যাক্টরীর ভিতরে প্রবেশ করে রপ্তানির জন্য প্রস্তুতকৃত আনুমানিক ১৫,০০০ স্কয়ার ফিট চামড়া, যার আনুমানিক মূল্য ১৫,০০,০০০/লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে সাভার মডেল থানায় একটি চুরি মামলা রুজু করা হয়, যার মামলা নং-৬৮, তারিখ-২৪ জুলাই, ২০২৫; ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড ।
পুলিশি তদন্ত মোঃ আনিসুজ্জামান পিপিএম, পুলিশ সুপার এর তত্বাবধান ও দিক-নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আমির হোসেন এর নেতৃত্বে একটি চৌকস টিম ঘটনাস্থলের বিভিন্নস্থানের সিসিটিভির ফুটেজ, আলামত সংগ্রহ ও পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় সাভার থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ইং ২৪/০৭/২০২৫ তারিখ রাত্র অনুমান ১১.০০ ঘটিকায় সাভার থানাধীন চামড়া শিল্প নগরী এলাকা হতে আসামী মোঃ রাসেল (৩৫) কে গ্রেফতার করে এবং উক্ত আসামীর তথ্যের ভিত্তিতে অপর আসামী মোঃ জাহাঙ্গীর আলম (৫৮) কে হাজারীবাগ, ডিএমপি, ঢাকা হতে গ্রেফতার করা সহ চোরাইকৃত মালামাল উদ্বার করেন। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আসামীরা উক্ত ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করে।
আসামীর নাম ঠিকানা-
১। মোঃ রাসেল (৩৫), পিতা-মোঃ বাহার, সাং-খাগুরিয়া, থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষীপুর, এ/পি-ঝাউচর উত্তরপাড়া (মাসুমের বাসার ভাড়াটিয়া), থানা-সাভার, জেলা-ঢাকা।
২। মোঃ জাহাঙ্গীর আলম (৫৮), পিতা-মৃত সিকান্দার আলী, সাং-জাঙ্গালিয়া, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল, বর্তমান ঠিকানা-নয়াগাঁও, বাসা নং-৩৬২/২, কামরাঙ্গীরচর, থানা-কামরাঙ্গীরচর, ঢাকা।
উদ্ধারকৃত আলামত- রপ্তানীর জন্য প্রস্তুতকৃত ১৬ বান্ডেল গবাদি পশুর চামড়া, যাতে মোট ১৭০ পিচ চামড়া রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে ।