মোঃ সিরাজুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার:
টানা বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ সমূহ বাইপেল, ইউনিক মোড়, জামগড়া ছয়তলা, সরকার মার্কেট, নরসিংহপুরসহ আশুলিয়া পর্যন্ত দীর্ঘ এলাকাজুড়ে সড়কজুড়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা। মহাসড়কের এসব অংশে রাস্তার ভাঙাচোরা ও খানাখন্দে ভরে গেছে, ফলে সৃষ্টি হয়েছে দুর্ভোগের নতুন অধ্যায়।
বৃষ্টির পানি সরতে না পারায় পুরো মহাসড়ক অনেক স্থানে নদীর মতো রূপ নিয়েছে। বিশেষ করে ছয়তলা মোড় থেকে নরসিংহপুর পর্যন্ত রাস্তা কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এরই মধ্যে আশুলিয়া ও জামগড়া এলাকার বাসিন্দারা জানিয়েছেন, পানি ও রাস্তার বেহাল অবস্থাকে পুঁজি করে রিকশাচালকরা সাধারণ যাত্রীদের কাছ থেকে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছেন।
একজন যাত্রী বলেন, যে পথে আগে ১০ টাকা ভাড়া ছিল, এখন সেখানে ৫০ টাকা পর্যন্ত নিচ্ছে। কোনো নিয়ন্ত্রণ নেই।
আরেকজন ক্ষুব্ধ যাত্রী বলেন, রিকশা চালকেরা যাত্রীদের জিম্মি করে ফেলেছে। এই চরম দুর্ভোগে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।
স্থানীয়রা অভিযোগ করেছেন, বছরের পর বছর এই সড়কে সংস্কারের কাজ হয়নি। অল্প বৃষ্টি হলেই রাস্তাগুলো পানিতে ডুবে যায়। কিন্তু এই বর্ষায় তা চরম পর্যায়ে পৌঁছেছে। সড়ক উন্নয়ন ও পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন এলাকাবাসী।
জনগণের দাবি, দ্রুত সড়ক সংস্কার ও রিকশা ভাড়ার উপর নজরদারি করতে হবে প্রশাসনকে। নতুবা প্রতিদিন হাজারো মানুষকে এই দুর্ভোগ বয়ে চলতে হবে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ